অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত আমাদের আজাইপুর আরামবাগ জামেউল ওলুম দাখিল মাদ্রাসাটি ১৯৬৩ সাল থেকে শুরু করে আজ অবধি অত্যন্ত সুনামের সহিত শিক্ষা প্রদান করে আসছে। আমাদের দেশে জাতীয় পর্যায়ে দু’ধরনের শিক্ষা ধারা চালু আছে। প্রথমত সাধারণ শিক্ষা, দ্বিতীয়ত মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা হলো নীতি-নৈতিকতা ও দ্বীন-দুনিয়া উভয়ের সমন্বিত একটি সার্বজনীন শিক্ষা।
লক্ষ্য: আমাদের লক্ষ্য অত্যন্ত নিষ্ঠার সাথে মাদ্রাসাটিকে শ্রেষ্ঠ ও সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করা।
উদ্দেশ্য- আমাদের উদ্দেশ্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতির কর্ণধার ও দেশ গড়ার কারিগর রুপে পরিণত হতে পারে, তারই বাস্তবমুখী, প্রয়োগমুখী ও দ্বীনিশিক্ষা প্রদান করা।
সুযোগ-সুবিধা- আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান ও গাইড বই বিতরণ করা হয়। এ ছাড়াও তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সফলতা- ১৯৬৩ সাল থেকে মাদ্রাসাটি বিভিন্ন ক্ষেত্রে সুনামের সাথে সফলতা অর্জন করে আসছে। বোর্ড পরীক্ষায় সফলতার সাথে শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে। প্রতিষ্ঠান পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করে আসছে।